করোনাভাইরাস প্রতিরোধ ও কভিড-১৯ এর বিস্তার ঠেকানোর অংশ হিসেবে দেশের সব ইপিজেডের সব ধরনের কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সব কারখানা বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নিতে ইপিজেডগুলোর মহা-ব্যবস্থাপকদের নির্দেশ দেয়া হয়। 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয় গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে