আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধের স্মৃতি সম্বলিত বীর সৌধ উদ্বোধন করলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। সকাল ১১টায় বীর সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে  ধরে রাখতে স্মৃতি সৌধ নির্মাণ করা প্রয়োজন। গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে স্মৃতি সৌধ (বীর সৌধ) নির্মাণ করায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন গোলাপগঞ্জকে দেশের অন্যান্য উপজেলা অনুস্মরণ করে এভাবে বীর সৌধ নির্মাণ করতে পারে। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণের প্রশংসা করে বলেন সিলেটের মধ্যে এ ক্ষেত্রে গোলাপগঞ্জ অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের উচিৎ সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা। একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান।

গোলাপগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত স্মৃতি সৌধ বীর সৌধের উদ্বোধন উপলক্ষে বিগত সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। মহান বিজয় দিবসকে সামনে রেখে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার স্মৃতি সৌধের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ সংবাদটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে  সকাল ১০টা থেকেই মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন মহলের ব্যাপক সংখ্যক মানুষ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জড়ো হন। বীর সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল,  উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, পৌর কাউন্সিলর ফজলুল আলম, কাউন্সিলর জামাল আহমদ জানাল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সেক্রেটারী আলী হোসেন, সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন প্রমুখ। এছাড়া সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ, লক্ষনাবন্দ ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিকেলে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরীতে গৃহহীনদের জন্য সরকারি অর্থায়নে নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে