অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি পুরোটাই যৌক্তিক। কেননা তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি।সারাবিশ্বেই বেড়েছে। করোনার কারণে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি।

বুধবার (১০ নভেম্বর) ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকার কখনোই রাফলি দাম বাড়ায় না। জনগণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়। তবে অনেক সময় সেটা না করলে সরকারের আয় কমে যায়। সরকার তো টাকা প্রিন্ট করে না। আয় করেই ব্যয় করে। ফলে রাজস্ব আয় করতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে