নতুন নিয়ম অনুযায়ী ১১ মে থেকে দোকানগুলো খোলার অনুমতি দেয়া হবে।পরের সাপ্তাহে স্কুল কলেজগুলো চালু হবে।তবে প্রতিটি শ্রেণিতে ১০ টির বেশি ছাত্র ছাত্রী অনুমতি দেয়া হবে না। এদিকে ক্যাফে ও রেস্তোরাঁ   ৪ই জুনের আগে খোলার অনুমতি দেয়া হবে না।

শুক্রবার দীর্ঘ সময় আলোচনার পরে প্রধানমন্ত্রী  সোফি উইলমস ধীরে ধীরে লক ডাউন তুলে নেওয়ার এসব পরিকল্পনার কথা জানান। ইউরোপের  আরো কয়েকটি দেশ তাদের লক ডাউন ব্যবস্থা সহজ করার ঘোষণা দিয়েছেন।শুক্রবার চেক প্রজাতন্ত্র  লক ডাউন তুলে নেয়।  এদিকে জার্মানি তাদের কিছু সংখ্যক দোকান খোলা রেখেছে এবং স্কুল কলেজগুলো ৪ মে থেকে ধীরে ধীরে খোলবে। যদিও ক্যাফে, রেস্তোরাঁ, সিনেমা ও সংগীতের স্থানগুলো বন্ধ থাকবে।   

BBC      

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে