jinping

নীলফামারী প্রতিনিধিঃ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াদিল্লীর উদ্দেশে বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে বিদায় জানান।

সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। এরপর ১ মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে