আগুন লেগেছিল তিরিশ তলা ভবনের তের তলায়

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে বলে জানাচ্ছে দমকল বাহিনী।

দমকল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান বিবিসি বাংলাকে বলেছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও জানিয়েছেন আগুন লাগার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটিকে পাঁচদিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি জানিয়েছেন তের তলায় যেখানে আগুন লেগেছিল সেখানে ইলেকট্রিকের তার থেকে আগুন লেগে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিরিশ তলা ভবনের তের তলায় রাত নয়টার পরে আগুন লাগে।

ঢাকার বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, দমকল বাহিনী বাইরে থেকে হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক আজাহারুল ইসলাম জানিয়েছেন, যে ফ্লোরটিতে আগুন লেগেছে সেখানে মূলত বৈদেশিক মূদ্রা বিষয়ক দফতরের কাজ কর্ম হয়।

আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পরিষ্কার কোন ধারণা পাওয়া যায় নি।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে