golap-pic-3-copy
গোলাপগঞ্জ (সিলেট) থেকে, আজিজ খান: মিয়ানমারে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ঢাকাদক্ষিণ ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন, মায়ানমারে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মুসলিম নিধন চলছে। কেবল মাত্র মুসলমান হওয়ার অপরাধে সেখানে একের পর এক গণহত্যা চলছে। এ ব্যাপারে বিশ্বের পরাশক্তি গুলো নিরব থাকায় বক্তারা এর সমালোচনা করে বলেন, অন্য কোন ধর্মের অনুসারী হলে আজ বিশ্ব শক্তি গর্জে উঠত। মুসলমানদেরকে নির্যাতন করায় বিশ্বের মুড়লরা আজ রহস্যজনক কারনে নিরব। দুনিয়ার সকল মুসলমান নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গোলাপগঞ্জের সভাপতি শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব শাহনুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাপগঞ্জ শাখার সভাপতি, সাবেক ছাত্র নেতা সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ বণিক সমিতির সেক্রেটারী আব্দুল মান্নান, মানবাধিকার নেতা ও শিক্ষক আজিজ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, তরুন শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন, তরুন রাজনীতিবিদ মাওলানা আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন, বিশিষ্ট আলেম মাওলানা মারুফ আহমদ, মানবাধিকার কর্মী এম সামাদ, গণদাবী পরিষদ নেতা আব্দুল করিম পাকি প্রমুখ। এ সময় বস্ত্রহীন রোহিঙ্গা মুসলমানদের জন্য শীতবস্ত্র ও পুরাতন কাপড় সংগ্রহের জন্য সকলের কাছে আবেদন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে