আসাদুজ্জামান পাভেল, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী এর সঞ্চালনায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহান নুরি, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবি রানী রায় প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকূপ বিতরণ, বাল্য বিবাহ রোধ, নারী-শিশু নির্যাতন রোধ, শিশু শ্রম বন্ধ, ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার ও চলমান তিন সপ্তাহ জুড়ে মা ইলিশ মাছ বিক্রি বা সরবরাহ নিষিদ্ধ সেই সাথে আইন অমান্য করলে মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উত্থাপন করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে