shekh-hasina

ডেস্ক রিপোর্টঃ ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জয়ললিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও দরিদ্র জনগণের কল্যাণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অবদান মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে।
তিনি বলেন, ‘তার মৃত্যু ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি। ভারতের জনগণ বিশেষ করে তামিলনাড়–র জনগণের সঙ্গে আমিও গভীর শোক প্রকাশ করছি।’
শেখ হাসিনা জয়ললিতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ভারতের অন্যতম প্রধান জনপ্রিয় ও ক্ষমতাশালী রাজনীতিবিদ জয়ললিতা দীর্ঘ রোগ ভোগের পর সোমবার সন্ধ্যায় চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে মারা যান।
জয়ললিতা গত সেপ্টেম্বর মাসে ফূসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং রোববার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে