ডেস্ক রিপোর্টঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর-এর প্রশাসন জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে আসা ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম গতকাল রোববার মামলাটি রংপুর কোতয়ালী থানায় দায়ের করেন (মামলা নম্বর-৩৮)। অভিযুক্তদের কাগজ-পত্রাদি যাচাই-বাছাই করে প্রশাসন গতকালই তাঁদের জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় এবং মামলা দায়ের করে।

জালিয়াতির মামলায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলো : সাদ আহমেদ (১৯) সাং: তিলকপাড়া, নওগাঁ; মোঃ রিফাত সরকার যতœ (২০) সাং: সোনাপাতিল, বাগাতিপাড়া, নাটোর; শামস্ বিন শাহরিয়ার (২০) সাং: খোদ্দ সাপটানা, লালমনিরহাট সদর; মোঃ আহসান হাবিব (১৭) সাং: সবুজবাগ, বগুড়া সদর, বগুড়া; মোঃ শাহরিয়ার আল সানি, (১৯) সাং: ছড়ান, মিঠাপুকুর, রংপুর; মোঃ রোকসান-উজ-জামান (১৯) সাং: জালাসি, পঞ্চগড় সদর।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ¯ স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির জন্য লিখিত পরীক্ষা গত ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে