জাপানের টোকিও’র কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যদিও এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫০ কিলোমিটার ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। 

এদিকে পূর্ব জাপান রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে টোকিও এবং শিন-আওমোরি স্টেশনের মধ্যে চলাচলকারী তোহোকু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। 

এর আগে, গেল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে জাপানের টোকিওতে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। 

জাপানের ন্যাশনাল ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে। সেখানে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এদিকে আজ আঘাত হানা ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে