স্টাফ রিপোর্টারঃ আজলিব (এসোসিয়েশন অব জাপানিজ ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ইন বাংলাদেশ) কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলন সোমবার(০৭ ফেব্রুয়ারী ২০২২ইং) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

প্রায় দুই বছর যাবত কোভিড-১৯ মহামারী করোনায় আটকে আছে জাপানে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়া শিক্ষার্থীর পাশাপাশি বড় সংখ্যক জাপানিজ স্কুলে ল্যাংগুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীগণ। জাপানিজ স্কুলে ল্যাংগুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীদের সংখ্যাই সবচাইতে বেশী।

জাপান যাওয়া আটকে যাওয়ায় বাড়ছে মানসিক চাপ। হতাশায় ভুগছে শিক্ষার্থী ও তাদের পরিবার। দীর্ঘদিনের ভাষা শিক্ষাও অন্যান্য প্রস্তুতির পরও এমন থমকে যাওয়া দীর্ঘ সময়ে হতাশায় পরে যাচ্ছে সকল শিক্ষার্থীরা।

আজলিব এর সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়াকিল আহমেদ বলেন আমরা জাপান সরকারের সকল সিদ্ধান্তকে সম্মান জানাই। আজলিব এর মাধ্যমে জাপান সরকারকে অবহিত করতে চাই আমাদের শিক্ষার্থীরা প্রয়োজনীয় সকল সুরক্ষা মানতে প্রস্তুত। পর্যাপ্ত টিকা, চিকিৎসকের পরামর্শ, কোয়ারেন্টিন সবকিছু মেনেই জাপানে রওনা দিতে শিক্ষার্থীরা আগ্রহী। আমরা অত্যন্ত আশাবাদী জাপান সরকার বর্তমানে হতাশাগ্রস্থ, মানষিক চাপে থাকা শিক্ষার্থীদের কথা বিশেষ বিবেচনা করবেন।

বাংলাদেশেসহ আন্তর্জাতিক সব শিক্ষার্থীদের পক্ষে জাপান সরকারের নিকট নিষেধাজ্ঞা তুলে জাপানে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করার জন্য সবিনয় আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আটকে পড়া ভুক্তভোগি শিক্ষার্থীদের একাংশ ও আজলিব এর সভাপতি মো নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আর্ন্তজাতিক সম্পাদক মোজ্জামেল হক, মাহমুদা-অর্থ সম্পাদক মাসুম-মানসুরা, প্রচার সম্পাদক আহসানুল কবির ভূইয়া, মাহফুজার রহমান মন্ডল, মারুফ খান, নেছার উদ্দিন, কামরুল ইসলাম, হারুন-অর-রশিদ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে