jabi new  hall

বিডি নীয়ালা নিউজ (২রা আগস্ট ২০১৬ইং ) এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন, প্রতিনিধিঃ- আজ মঙ্গলবার নতুন হলের দাবিতে লাল ব্যাজ পরিধান করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা হতাশ প্রকাশ করে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কত অনিয়ম, বঞ্চনা আর শোষণ দেখবে? ক্লাস বর্জন করে অনেক আন্দোলন করেছি, রাস্তায় বিক্ষোভ করেছি। কোন কাজই তো হলোনা। কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছেনা সেটা আমাদের বোধগম্য নয়।’ সদ্য সাবেক কেন্দ্রীয় কারাগারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্ব দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আয়তনটি অনেক ছোট। দুই বছর আগে ২০১৪ সালের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় কারাগারের জায়গাটি প্রদানের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল, তখন ভেবেছিলাম এটা আমরা পাবো। কিন্তু কারাগারের জায়গাটি নিয়ে বর্তমান সরকারের অবস্থান আমাদের হতাশ করেছে। শুনেছি সেখানে নাকি পার্ক হবে। শিক্ষা আগে নাকি বিনোদন আগে সেটা মনে হয় কর্তৃপক্ষ ভুলে গেছে।’শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এটাও শুনেছি যে, সরকারের পক্ষ থেকে স্থানটিতে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর তৈরির পরিকল্পনা করেছিল। যা এখন বাস্তবায়ন করা হতে পারে। আমাদের দাবি হচ্ছে, প্রথমত, জায়গাতে সিটি করপোরেশন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং তত্ত্ববধায়নে। যেমনটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয়ত, সিটি করপোরেশন যেহেতু এখানে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার করতে চায়, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের জন্য এখানে একটা সিনেট ভবন করা হোক। যার নাম হতে পারে প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী।তৃতীয়ত, কেন্দ্রীয় কারাগারের ২৩ একর জমি থেকে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী শিশু পার্কের জন্য তিন একর জায়গা ছেড়ে দিয়ে বাকী ২০ একর জমিতে জাতীয় চার নেতার নামে চারটি আবাসিক হল করা হোক। এতে জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণের যে প্রস্তাব সিটি করপোরেশন দিয়েছে সেটাও বাস্তবায়িত হয়ে যাবে। কেননা চার নেতার নামে চারটা আবাসিক হল করার চেয়ে তাদের স্মৃতি রক্ষার্থে ভালো উদ্যোগ আর হতে পারে ন।’মানববন্ধনে শত শত শিক্ষার্থীরা হলের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিলিত হয়।আন্দোলনের অংশ  হিসেবে  ১১আগস্ট পর্যন্ত লাল  ব্যাজ ধারন  করবে শিক্ষার্থীরা । এ সময় শিক্ষার্থীরা গত প্রায় এক যুগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থতা স্বীকার করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থার দাবি জানান ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে