আন্তর্জাতিক রিপোর্ট : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের পর ১২৬ জন বিদেশীসহ ৫০ হাজারের বেশি পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির শিচুয়ান প্রদেশে মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
পর্যটকদের মিয়ানইয়াং ও চেঙ্গডু নগরীসহ বিভিন্ন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
পর্যটকদের পাশাপাশি নয় হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকেও সরিয়ে নেয়া হয়েছে। খবর সিনহুয়া’র।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে ১৯ জন মারা গেছে এবং ৩শ ৪৩ জন আহত হয়েছে।
জিউঝাইগৌ কাউন্টির ১৭টি শহরে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার কাউন্টির জিউঝাই থেকে হুয়াংলং বিমানবন্দরের যাওয়ার প্রধান সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে