আজিজ খান, গোলাপগঞ্জ থেকে: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দল দুটির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ এবং ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে।

অপরদিকে, গোলাপগঞ্জ পৌর বিএনপি উদ্যোগে বিকেলে নিকাহ কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহবায়ক হাসান এমাদেও সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কামরুল হুদা জায়গীরদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়।

এর আগে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে একাধিকবার সাবেক মেয়র জাকারিয়া হোসেন পাপলু নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে পরাজয় হলেও যথাক্রমে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মরহুম সিরাজুল জব্বার চৌধুরী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জয়ী হয়েছিলেন। আর বর্তমানে নতুন মুখ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদকে প্রথম প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন।

২০১৫ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বিজয়ী হন। ২০১৮সালের ৩১মে সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করলে ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষনা করা হয়। পরে একই বছরের ৩অক্টোবর উপ-নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল।

নৌকা ও ধানের শীষের প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা হওয়ার পরপরই গোলাপগঞ্জ জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে