গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশার নোয়াই গ্রামের চার বছরের এক শিশুসহ আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গোলাপগঞ্জে মোট সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

১৪ মে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত ৪ বছরের শিশুটি নোয়াই গ্রামের করোনা শনাক্তের সংস্পর্শে এসেছিল। আর বাকি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (৪০) ও পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ। করোনা রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

আজ ১৪মে বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও তাদের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১ মে গোলাপগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে