মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ কৃষকের পাকা ধান কেঁটে দিলো বাংলাদেশ তাতীলীগ। বৃহঃপতিবার ১৪ মে সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত  নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক মমিনুর রহমান সহ একাধিক কৃষকের ধান কেঁটেদেন নেতা কর্মীরা। 
এ সময় উপস্থিত ছিলেন পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল হোসেন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ তাতীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাদী রহমান, কিশোরগঞ্জ সদর ইউপির সভাপতি আজিম আলী, পুটিমারী ইউনিয়ন তাতীলীগের সভাপতি আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
উপজেলা তাতীলীগের সভাপতি শেখ সাদী রহমান বলেন সারা বাংলাদেশে করোনা কোভিট-১৯ এর প্রভাবে কৃষকরা শ্রমিক সংকটে ধান কাঁটা নিয়ে দূঃচিন্তায় পড়েছেন। তাই নীলফামারী জেলা তাতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহম্মেদের নির্দেশনায় বিভিন্ন উপজেলায় ন্যায় কিশোরগঞ্জ উপজেলায় এ কর্মসূচি চলমান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে