golap-pic
গোলাপগঞ্জ (সিলেট) থেকে: মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাপগঞ্জ শাখার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সম্মুখে সংগঠনের সভাপতি, সাবেক ছাত্র নেতা সেলিম আহমদের সভাপতিত্বে, মানবাধিকার কর্মী এমএ সামাদ ও তারভীন হাসান রাহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নিসচা’র সভাপতি ইলিয়াছ আহমদ, সাংবাদিক ও শিক্ষক আজিজ খান, মানবাধিকার নেতা, সাংবাদিক শফিক উদ্দিন আহমদ, তরুণ আলেম মাওলানা সাদিকুর রহমান আমিনী, এ,ওয়াহাব প্লাজা মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, চ্যারিটী ক্লাবের সেক্রেটারী শাহ্ এমএ সালমান প্রমুখ।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জবান আলী, এ,ওয়াহাব প্লাজা ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সৈয়দ আবু জাহেদ সিদ্দিকী, দৈনিক যুগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টাস ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন, মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম মাস্টার, সুহেদ আহমদ, সাহেদ আহমদ, ফাহিম আহমদ, লিমন আহমদ, আবুল কাসেম, জাসেম আহমদ, রুবেল আহমদ, ইকবাল আহমদ, আবু তাহের, ফখরুল ইসলাম শাকিল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে