গোলাপগঞ্জ (সিলেট) থেকে: পহেলা জানুয়ারী দেশব্যাপী বই উৎসবের পাশাপাশি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করে বই উৎসব উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি সকালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে, গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্স কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল, রনকেলী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ: ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে বই বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক তারেক জলিল ও তাহের আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হক, বিশেষ অথিতি ছিলেন মনসুর আহমদ, আলাউদ্দিন আহমদ, মঈন উদ্দিন মিনু, মুজাম্মিল হক মজই, হেলালুদ্দীন আহম হেলু, মকছুদ আহমদ চৌধুরী, ছালিক আহমদ, আজিমুল হোসেন চৌধুরী, মঈন উদ্দিন, এহতেশাম আবেদীন চৌধুরী।
হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যাল বই উৎসবে পরিনত হয়েছিল। বছরের প্রথম দিন আনুষ্ঠানিক ভাবে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল আলম, সভাপতিত্ব করেন হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সফল শিক্ষক জনাব তাজ উদ্দিন সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সলিমা খানম বালিকা উচ্চ বিল্যালয় : উপজেলার ভাদেশ্বও ইউপির সলিমা খানম বালিকা উচ্চ বিল্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছালিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১লা জানুয়ারী বই উৎসব অনুষ্ঠান আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউ/পি সদস্য আমান আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪নং ইউনিয়নের ইউ/পি সদস্য হোসাইন আহমদ, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, শিক্ষক মিটু কান্তি দেব, শাহরিয়ার হোসেন, লোপা বেগম,আহবাব হোসেন প্রমুখ।
দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়: দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা সৈয়দা জাসমিন সুলতানার সভাপতিত্বে ও জাবেদ আহমদের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আব্দুর রহমান, বিশেষ অথিতি ছিলেন সফিক উদ্দিন, শাহজাহান আহমদ, মিসেস রতনা বেগম, বিধ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বাঘা হাজি জহির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২০১৭ সালের দেশব্যাপী বই বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে বই বিতরণ করা হয়েছে বাঘা খালপার তুরুকভাগে অবস্থিত হাজি জহির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বই বিতরন উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের ভুমিদাতা হাজি জহির উদ্দিন সহ উনার পরিবারের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আবুল হোসাইন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষিকা জাকিয়া আক্তার, সহকারী শিক্ষিকা ছাবিয়া বেগম, সাজনা বেগম ও জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও দিনব্যাপী বই বিতরণ উৎসবে গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল ও কলেজে পৌর মেয়র সিরাজুল জববার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, বরায়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরম্নল ইসলাম শোয়েব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, আতহারিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, এছাড়াও ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়,গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ভাগ এস.ই উচ্চ বিদ্যালয়, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয়,রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, সলিমা খানম উচ্চ বিদ্যালয়,ফুলসাইন্দ বি.এল.হাই স্কুল, ৪নং লক্ষীপাশা ইউনিয়নের বাউসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘা পরগনা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডেপুটি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাতিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মফজ্জিল আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় বাদেপাশাসহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে