জমি জুড়ে পাকা ধান। উঠবে ফসল। ভরবে গোলা। খুশি আর আনন্দে ভরে উঠবে মন। কিন্তু  গোলাপগঞ্জ উপজেলার হাকালুকিতে পাকা ধান দেখে কৃষকের মাথায় দুশ্চিন্তা ভর করেছে। এই দুশ্চিন্তা শ্রমিক সঙ্কটের কারনে। দুশ্চিন্তাকে পেছনে ফেলে কৃষকের মুখে হাসি ফুটাতে পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সিলেট জেলাকে লকডাউন ঘোষনা করে প্রশাসন। এরই মধ্যে কৃষকের ক্ষেত জুড়ে পাকা ধান দোল খাচ্ছে। সাথে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তাই সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পাড়লে বিফলে যাবে তাদের কষ্ট। কিন্তু লকডাউনের ফলে শ্রমিক সঙ্কট দেখা দেয়। ফলে দিশেহারা কৃষক।

এই খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটায় উপস্থিত ছিলেন সায়েদ আহমদ, ছামি, মামুন আহমদ, আশরাফুল, হাবিবুর রহমান,  ফয়েজ,নাঈম  সমরুলসহ আরোও নেতাকর্মীরা।

ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সঙ্কট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরা সারাদিন কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে