আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার রণকেলীতে অংশিজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের রণকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমিতি বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। গোলাপগঞ্জ জোনাল অফিসের পিইউসি খুর্শিদ আলীর পরিচালনায় ও এলাকার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত মত বিনিয়ম সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফারুক আলী, মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, গোলাপগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি বুরহান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, গোলাপগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ইয়াজদান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাহের শোয়া মিয়া, মাওলানা শামসুল হুদা, রবিউল ইসলাম রাব্বি, এসএম মিলন, সাংবাদিক শাহ আলম, সিএম সাফায়েত জামিল, বিলাল আহমদ, ইমরানুল হক তানু, জুনেদ আহমদ চৌধুরী, শাহ আলম বাদশা। এসময় গোলাপগঞ্জ জোনাল অফিসের পক্ষে বক্তব্য রাখেন নবাগত ডিজিএম গোলাপ চন্দ্র শিব, এজিএম নীতিষ কুমার শাহা, এমএস মনতানছির মজুমদার প্রমুখ। মতবিনিময় সভায় পল্লী বিদ্যুৎ কত..র্.পক্ষ জানান সমিতির আওতাধীন ৮ উপজেলার মধ্যে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামকে মডেল গ্রাম হিসেবে পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমার গ্রাম আমার শহর এ স্লোগানকে বাস্তবায়ন করতে বিদ্যুৎ বিভাগ রণকেলী গ্রামকে কেন্দ্র করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ঐসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সরকারের ঘোষণা আমার গ্রাম আমার শহর এ কথাটি পল্লী বিদ্যুৎ কত..র্.পক্ষ বাস্তবায়ন করতে চায়। এক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে। সভায় রণকেলী গ্রামের বিভিন্ন পেশার মানুষ তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে