30320

বিডি নীয়ালা নিউজ(১লা  জুন ১৬)গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়গড় গ্রামে (প্রকাশিত দত্তরাইল) আসুক মিয়া(৬৫) তার স্ত্রী সাহানা বেগম(৫০) স্বামীকে আগামীকাল ঢাকা র্হ্টা ফাউন্ডেশনে হার্টের চিকিৎসার জন্য নিয়ে যাবেন। এজন্য বাবার বাড়ি গোলাপগঞ্জ আমনি থেকে দেখা সাক্ষাত শেষ করে ঢাকাদক্ষিণ ডাচ বাংলা ব্যাংকে এসে ২০০০০ (বিশ হাজার) টাকা উত্তোলন করে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ দিয়ে রিক্সা যোগে তার বাড়ির সিড়ির নিকট পৌছালে দেখতে পান সিড়ি থেকে ২/৩ জন লোক নেমে আসতেছে। উনি প্রথমে মনে করেন হয়তো তার কোন আত্মীয় হবে। কিন্তু হঠাৎ তার কাছে আসা মাত্রই একজন লোক তার তলপেটে ডানদিকে চাকু দিয়ে তিনটা আঘাত করে টাকা রক্ষিত থলেসহ টাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার) নিয়ে যায়। পরবর্তীতে তার আত্মীয় স্বজন এসে ডাক্তার বি.কর্মকারের নিকট নিয়ে গেলে ডাক্তার সাহেব নয়টি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। অনুসন্ধানে জানা যায় তাহার ভাসুর পুত্র শাকিল (৩৫) বলেন, আমার চাচীকে যেসব ডাকাত আঘাত করে টাকা নিয়ে যায়, তাদেরকে রিক্সাচালক চিনতে পেরেছে। রিক্সা চালক স্থানীয় না হওয়ায় নাম বলতে পারছে না, তবে প্রায়ই সময় এদেরকে ঢাকাদক্ষিণ বাজারে পাওয়া যায়। এর মধ্যে গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এস.আই মুক্তাদিরসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন। পাশ্ববর্তী ব্যাংক ডাচবাংলায় গিয়ে জানতে পারেন যে, ব্যাংক থেকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা উত্তোলন করা হয় এবং তার নিকট ১০,০০০/- (দশ হাজার) টাকা ছিল আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে থানার ইনচার্জ একে এম ফজলুল হক শিবলী’র সাথে পরামর্শ করে মামলা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে