14686408_1430397780320890_295976897_n

…………গুলরোখ মনি

” অনুভবে তুমি”

রক্তজবার লাল পাপড়িটা হাতে গুঁজিয়েছিলে যেদিন
তোমারে করেছি অনুভব
তোমার গোটা গোটা নেত্রে তাকিয়েছিলে যেদিন
মহানুভবতায় চোখ ফিরিয়ে নেইনি।

যেদিন বলেছিলে ভালবাসি
অকষ্মাৎ ভুলেছি ভূবন।

আলতা হাতে দাঁড়িয়েছিলে যেদিন
রাঙাবে আমার পদযুগল
আনন্দের ঝর্ণাধারায় সিক্ত হয়েছি তখন।

ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশিরে
হাঁটিয়েছিলে যেদিন!
আত্নহারা হয়ে খুঁজেছি তোমায়।

লজ্জাবতীর কণ্টক বিঁধেছে যেদিন আমাতে
ক্রোধান্বিত রক্তচোখে তাকিয়েছিলে গাছটির পানে!
ব্যাথা ভুলে সান্তনা শুধিয়েছি তখন।।

 

“চলো যাই”

চলো যাই আমরা সবাই
গম ক্ষেতের ধারে,
পাখি হাঁকাবো কুশোর খাব
বাঁশ তলায় বসে।

মিষ্টি মধুর হাওয়ার সাথে
গাইব মোরা গান,
অানন্দেতে উঠবে মেতে
মোদের সবার প্রান।

মজার মজার গল্প আমি
বলব: তোদের কত,
পাখির ছানা আছে অনেক
পারিস নিবি যত।

 

“একটা পাখি”

ফুলবনে আজ ফুলপরীরা
খেলছে পাখির সনে,
ফুলকুঁড়িরা দুলছে আজি
দুলিয়ে আপন মনে।।

ফুলের পাখি, তারার পাখি,
রাত দুপুরের পরে,
ঘুমপাড়ানি গান শোনালো
একটা পাখির তরে।।

গুঞ্জনে সেই ভ্রমরগুলো
উড়ছে ফুলে ফুলে,
হুল ফুঁটিয়ে দোল খেলায়ে
বসছে ডালে ডালে।।

“ভালবাসি তোমায়”

ওই তো! ওই তো সেদিন
যেদিন ভালবেসেছিলে আমায়
বলেছিলে শাহনামার ফেরদৌসের রুপ তুমি,
এসো তোমাতে আমাতে মিলে একাকার হয়ে যাই।

আহ্! সেদিনের অহমিকায় হারিয়ে গেলে তুমি বিদীর্ন মাঠঘাট পেরিয়ে দূর নীলিমায়!
ক্ষমিয় আমায়! এসো প্রিয় বল ভালবাসি তোমায়।।

কাঠফাটা রৌদ্রের পিপাসিত কাকের ন্যায় তনুমনকে শান্ত কর,
উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে গজিয়ে ওঠা মাতৃ গাছটিতে বারি দাও
এসো প্রিয়! বল ভালবাসি তোমায়।।

সদ্যফোটা কৃষ্ণচুড়ার রক্তিম আভায় প্রজ্বলিত হয়ে উঠেছে আমার গণ্ডদেশ,
হেরেমের সানাইয়ের সুরে পান কর শরাব
বিভোর হও হারিয়ে যাও মর্ত্যলোকে
এসো প্রিয়! বল ভালবাসি তোমায়।।

“বিজ্ঞানের মজার ছড়া”

বিজ্ঞানে যে যাত্রা শুরু
বিজ্ঞানে তা শেষ,
বিজ্ঞান ছাড়া জীবন চলার
থাকবে না আর লেষ।।

সারা বিশ্বে আবিষ্কার শুধু
পড়েছে ছড়াছড়ি,
দাম দেই মোরা আবিষ্কারকে আজ
হাত ধরাধরি করি।।

বিজ্ঞানীরা গর্বিত আজ
অবদান তাদের ভরা,
এ শতাব্দীর লোকজনেরা
থাকবে না, জীর্ণ ধরা।।

বিশ্বব্যাপী নয়কো জুড়ে
ভ্রমনেও চাঁদে যায়,
এগুলো সব বিজ্ঞানের দান
জনগণ পড়ছে দায়।।

বিজ্ঞানীরা বাস্তব মানুষ
তারা তো নয় ভূত,
মৃত্যু হলে জাদুঘরে তাদের
রাখা যাবে মজুদ।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে