koholi-ipl

বিডি নীয়ালা নিউজ(২৩ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ  আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ধীর গতির ওভার রেটের জন্য তাকে এই জরিমানা করা হয়েছে।

শুক্রবার কোহলি ও ডি ভিলিয়ারার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩ রানে জিতেছে বেঙ্গালুরু। ম্যাচটিতে কোহলির দল জিতলেও জরিমানার গুনতে হলো তাকে।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন,‘রাইজিং পুনের বিপক্ষে আইপিএল-এর ম্যাচে স্লো ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে।’

বিবৃতিতে আরো জানানো হয়, ‘আইপিএল-এর আচারণ বিধি অনুযায়ী স্লো ওভার রেটের ঘটনা এই আসরে এটাই প্রথম। এই ঘটনায় কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে