সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশনের (২০২৩-২৪) অর্থবছরের ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র আরফানুল হক রিফাত। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, সচিব আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দীন চিশতী, জেলা পিপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ কুসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা এবং উন্নয়ন ও অনুদান আয় ৭৩৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৫৭২ টাকা। এক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে