সাব্বির হোসাইন: কুমিল্লা সরকারি কলেজে বসন্ত বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে কুমিল্লা সরকারি কলেজের উদ্যোগে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহাদুর হোসেন। উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সুলতান আহমেদ সাকিব। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো: আনোয়ার হোসেন, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগসহ আরও অন্যান্য বিভাগের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ মাঠে শুরু হয় পিঠে উৎসব। প্রায় ১২/১৩টি স্টলে ভাপা পুলি, পাটিসাপটা, বাহারি রকম পিঠাসহ ছিলো নকশি পিঠার সমাহার। এতে প্রতিটি পিঠা স্টলে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভীড়। কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীসহ আর অন্যান্য কলেজের শিক্ষার্থী, অভিভাবক ছিলেন পিঠা স্টলের ক্রেতা। দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ বাংলার ঐতিহ্য লালিত হাতে তৈরি পিঠার স্বাদ গ্রহন করেন। উৎসবে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, সংগীত, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় বসন্ত বরণ ও পিঠা উৎসব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে