সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লোকসংগীত ও পথ নাটক হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে সদর যাত্রাপুর ইউনিয়নের ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভিয়ার চেঞ্জ প্রজেক্টের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে ললিতকলা একাডেমির শিল্পীদের নিয়ে লোকসংগীত ও পথ নাটক মঞ্চস্থ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ রহিম উদ্দিন সরকার রিপন,দাখিল মাদ্রাসা শিক্ষক আব্দুল কাইয়ুম,ইউপি সদস্য আব্দুল আউয়াল,মহিলা ইউপি সদস্য মোছা: শ্যামলী খাতুন,এনজিও প্রতিনিধি,মোছা: মুক্তি,এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, অভিভাবক ও দর্শকমন্ডলী বাল্য বিয়ে বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে