কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি সৈন্নাসীপাড়া যমুনাশ্বরী নদী থেকে অবৈধভাবে বাধ কেটে বালু পাচারের সময় মাইন্দ্রা ট্রাকটরসহ বালু গাড়ী আটক হয়েছে। জনাগেছে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বালুর গাড়ী আটক করে। এ সময় বালুর ট্রাক ছেড়ে বালু চোরা কারবারীর মুলহোতা মিন্টু চন্দ্র গীড়ের ছেলে যুগল চন্দ্র গীড় পালিয়ে যায়।

পরে বালুভর্তি মাইন্দ্রা ট্রাকট্ররটি পুলিশ থানায় নিয়ে আসে। অবৈধভাবে বালু পাচারের দায়ে চোরা কারবারীর মুলহোতা মিন্টু চন্দ্র গীড়ের ছেলে যুগল চন্দ্র গীড়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিক।
জানাগেছে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত থেকে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। বালু চোরা কারবাড়ীর মূলহোতা যুগল চন্দ্র গীড়কে এর আগেও একাধিকবার ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করা হয়েছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে