কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউপি’র চরকবন গ্রামের দিলদার রহমানের ছেলে আফাজ উদ্দিন নামের এক খামারির গত ৩ দিনে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে  প্রায় ৪শতাধিক হাঁসের বাচ্চা মারা গেছে।এতে বিপাকে পড়েছেন ওই খামারী।খামারীর অভিযোগ  উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সঠিক চিকিৎসা না পেয়ে খামারের হাঁসের বাচ্চাগুলো দ্রুত মারা গেছে। এতে তার খামারে ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খামারের হাঁসের বাচ্চা গুলো মাথা ঘুরে ঘুরে উপড়ে পড়ে মারা যাচ্ছে। এসময় খামারের মালিক আফাছ উদ্দিন  জানান,এনজিও থেকে লোন নিয়ে গত এক মাস আগে ৫শত হাঁসের বাচ্চা কিনে বাড়িতে একটি খামার গড়ে তুলি।বর্তমানে ওই হাঁসের বাচ্চাগুলোর বয়স ২৪ দিন। আর কিছু দিন গেলে হাঁসগুলো বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হত। কিন্তু  গত ৩ দিন ধরে হাঁসের বাচ্চা গুলো মাথা ঘুরে ঘুরে উপড়ে পড়ে  কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে। তিনি আরও জানান,হাঁসের রোগ দেখা মাত্রই স্থানীয় পশু হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হলেও সেখানে কোন সুচিকিৎসার না পেয়ে রংপুর, তারাগঞ্জ পশু হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। এই করোনাকালীন সময়ে পুঁজি হারিয়ে আমি নিঃস্ব প্রায়। এই ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদ সুলতান জানান,ওই খামারী এ বিষয়ে গত শুক্রবার  আমাকে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে বলি।কিন্তু পরবর্তীতে তিনি আমার সাথে কোন রকম যোগাযোগ করেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে