News Photo 18-05-2016

বিডি নীয়ালা নিউজ(১৮ই মে১৬)-আ,,,মহিউদ্দিন শেখ(কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি)ঃ কিশোরগঞ্জে আগাছানাশক ঔষধ দিয়ে সহোদর ভাই মুল্যবান শশা ক্ষেত নষ্ট করায় এক কৃষক মাথায় হাত দিয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিন দুড়াকুটি গ্রামের ঘোপাপাড়া গ্রামের মৃত রজব আলীর পুত্র আব্দুস সাত্তার’র (৬৫) ৩২ শতক বাম্পার শশা ক্ষেতে গত ৮ মে রাতে তার সহোদর ভাই মোঃ ছয়ফল (৫৫) ভাবী পেয়ারা বেগম (৪৫) ও ছেলে পেয়ারুল (২৩) শশা ক্ষেতে আগাছানাশক ঔষধ ছিটাতে থাকে।

ওই সময় কৃষক সাত্তার ও তার সাথে থাকা গ্রামবাসী মোঃ পোনা মামুদ উত্তর বাহাগিলি গ্রামে অবস্থিত তার নিজের খামারে যাওয়ার পথে শশা ক্ষেতে টর্চ লাইটের আলো ফেলায় তাদের দেখে ফেলে। এ ঘটনার দু’দিনের মধ্যে তার শশা ক্ষেতটি সম্পুর্ণ পুড়ে যায়।

কৃষক সাত্তারের মুল্যবার ক্ষেতটি নষ্ট হওয়ায় তার মাথায় হাত পড়েছে। এদিকে কৃষক সাত্তার আক্ষেপ করে বলেন, আমি এই ৩২ শতক জমিতে যে অর্থ পাই, তা ২০ বিঘা জমিতেও পাই না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে