কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৪টি ইউনিয়নে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য গ্রাম উন্নয়ণে প্রণীত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কমিটি,ইউপি সদস্য ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাহাগিলী,নিতাই পুটিমারী, চাঁদখানাসহ ৪টি ইউনিয়নের ২৮টি গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি,চেয়ারম্যানের জন প্রতিনিধি হিসেবে ইউপি সদস্যগণ সমঝোতা স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন,শিশু ও যুব ফোরামের সদস্য গণ। সমঝোতা স্মারক স্বাক্ষর কার্যক্রমটি সার্বিকভাবে দেখভাল করেন,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে