মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ  চাঁড়ালকাঁটা  নদীর পানিতে গোসল করতে গিয়ে লিমন ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামে।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক জানান, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল মিয়ার ছেলে লিমন মিয়া বুধবার দুপুর তিনটার দিকে বৃষ্টিপাতের সময় তাঁর এক বন্ধুর সাথে চাঁড়ালকাটা নদীর সাইফন এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভিস আসার আগেই নদীতে লিমনের লাশ ভেসে উঠে।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন,  এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ার পর আমরা যাওয়ার আগে নদীতে লিমনের লাশ ভেসে উঠে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে