মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন পুষনা গ্রামের ছাইয়াদার রহমানের ছেলে মৎস্য উদ্যোক্তা সাজ্জাদ হোসেন ও তার চাচাতো ভাই মোতালেব হোসেনের পুকুরে দুবৃত্তরা শুক্রবার দিবাগত রাতে বিষ দিয়ে ৩ লাখ টাকার রেনু পোনা নিধন করেছে।

জানা গেছে, উদ্যোক্তা সাজ্জাদ ও তার চাচাতো ভাই মোতালেব হোসেন মিলে গত দুইমাস আগে উত্তর চাঁদখানা ছকির বাজার সংলগ্ন একটি পুকুরে ৩ লাখ টাকার রেনু পোনা অবমুক্ত করে। শুক্রবার দিবাগত রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে পোনা মাছগুলো মেরে ফেলে।

পুকুরের মালিক সাজ্জাদ হোসেন ও মোতালেব হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে ওই পুকুরে রেনু পোনা মাছ উৎপাদন করে আসছি। ইদানিং একটি পক্ষ ওই পুকুর তাদের বলে দাবী করে আসছে। প্রতিহিংসা বশত তারাই বিষ প্রয়োগ করে আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য একাজ করে থাকতে পারে।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, আমি এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে