কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ সারা দেশের ন্যায় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এবং সকল ভয়-ভীতি কাটিয়ে করোনার প্রতিষেধক টিকা নিতে প্রতিনিয়ত মানুষের আগ্রহ বাড়ছে। এতে গণটিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সরেজমিনে জানা গেছে,১২ জুলাই থেকে ২য় পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় অনলাইন নিবন্ধন করে করোনার কেন্দ্রে টিকা নিচ্ছেন সবাই। করোনার টিকা নিতে আসা সদরের বানিয়া পাড়া গ্রামের হাসান মাস্টার জানান, শুনেছি চীন দেশ থেকে সিনো ফার্মের করোনা প্রতিষেধকের কার্যকরী টিকা এসেছে তাই অবহেলা না করে স্বামী স্ত্রী মিলে টিকা নিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ জানান, দ্বিতীয় পর্যায়ে চিনের সিনোফার্মের ৩ হাজার ডোজ টিকা এসেছে। বর্তমানে বরাদ্দের চেয়ে নিবন্ধন ব্যক্তির সংখ্যা দ্বিগুণ। প্রথম পর্যায়ে টিকা নিতে মানুষের আগ্রহ কম থাকলেও এখন পরিবারের পঞ্চাশোর্ধ ব্যক্তিরা দলবেধে আসছেন টিকা নিতে।তিনি আরও বলেন, প্রতিদিন ২৫০ থেকে ৩শ জন লোক টিকা নিচ্ছেন। আশাকরি আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা আরও বাড়বে। রেজিস্ট্রেশন করে যিনি আগে আসবেন তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করছি এবং গ্রাম পর্যায়ে গণ টিকা কেন্দ্র চালু করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে