কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে উন্নত গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাভলিহুড টেকনিকেল প্রোগ্রামের আয়োজনে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের খামালটারী এসডিএফ অফিসে ৬ ও ৭,চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বাবু পাড়া এসডিএফ অফিসে ১২ ও ১৩ ফেব্রæয়ারী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বগুলাগাড়ীর ৩৮জন ও খামালটারীর ২৩ জন ইউপিজি দলের সদস্যদ্বয় অংশগ্রহন করেন।
এসময় উন্নত গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক নানা দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কুমার সরকার ও রতন কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন, এপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে