1

বিডি নীয়ালা নিউজ(১৯ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী):  সিরাজগঞ্জের কামারকন্দ উপজেলার ফুলজোর নদীর নুরনগর জোসনার খেয়া ঘাটের অদরে ভাসমান কোস্তরী এখন ব্রীজে পরিনত হয়েছে।

ব্রীজের উপর দিয়ে এখানকার শত শত মানুষ যাতায়াত করছে ।

এদৃশ্য দেখার জন্য প্রতিদিন বিকেলে সেখানে প্রেমনগরে পরিনত হচ্ছে বলে খবর আসছে।

জানা গেছে, উক্ত নদীর জোয়ার শুরু হওযার সাথে সাথে প্রতিবছরের মত এবারও ভাসমান কোস্তরী অনেক স্থানে জমাট বাধে প্রায় এক সপ্তাহ আগে ওই নদীর উল্লেখিত স্থানে কোস্তরীর বহর আটকে পড়ে।

এক পর্যায়ে তা ব্রীজে পরিনত হয়।

স্থানীয় জন সাধারন ওই কোস্তরীর ব্রীজের উপর দিয়ে যাতায়াত করছে।

অনেকে বলেছেন-ওই ব্রীরে উপর দিয়ে চোট ছোট যানবহনও পারাপার করচে ।বিশেষ করে সাইকেল ও মোটর সাইকেল নিয়ে চলাচল করছে উতসুক লোকজন ।

এদিকে একই সলংগা থানার বকুলতলা নামকস্থানে প্রায় ৪ বছর আগে ভাসমান কোস্তরীতে ব্রীজ পরিনত হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে