sangbadik-hamla

বিডি নীয়ালা নিউজ(১৪ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ  টেকনাফে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তালিকাভুক্ত ‘ইয়াবা ব্যবসায়ী’ ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ৬ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়ে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সাংবাদিকরা এ কর্মসূচি ঘোষণা করেন।

সভায় সাংবাদিক নেতারা বলেন, বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহা-পরিদর্শককে অবহিত করা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা না হলে সারাদেশের সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামবে।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ জুনাইদ, সরওয়ার আজম মানিক, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল প্রমুখ।

সূত্রঃ বাংলামেইল

 


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে