আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পর লুম্বক দ্বীপে মাউন্ট রিনজানি নামের একটি উপত্যকায় আটকে পড়েছেন ৫০০ এর বেশি পরিব্রাজক ও তাদের পথ প্রদর্শক। সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করেছে।

গতকাল রবিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে ভূমিধসের পর উপত্যকা থেকে নেমে আসার পথ বন্ধ হয়ে যায়। শতাধিক উদ্ধারকর্মী আটকে পড়া ব্যক্তিদের বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। রিনজানি ন্যাশনাল পার্কের প্রধান বলেন, এখনো ৫৬০জন আটকা পড়ে আছে। ৫০০ জন আটকা পড়েছে সিগারা আনাকান এলাকায় এবং ৬০ জন বাতু সিপার এলাকায়

রবিবার লুম্বক ও পার্শ্ববর্তী বালি দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৬ জন প্রাণ হারান এবং ১৬০ জনেরও বেশি আহত হন। ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে