আল আকসা মসজিদে তারাবিহ’র নামাজের সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, রমজানের শুরু থেকেই আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। করোনার কারণে সেখানে নামাজ আদায়ে বাধা দেয়া হয়। শনিবার রাতে তারাবিহর’ নামাজ আদায়ে ফিলিস্তিনারা প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়া হয়। একপর্যায়ে গুলিও করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি কর্তৃপক্ষের ঘোষণা; করোনার ভ্যাকসিন গ্রহণকারীরা ছাড়া অন্যকেউ আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবে না । এদিকে ফিলিস্তিনে রয়েছে ভ্যাকসিনের চরম সংকট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে