নওগাঁর ব‌রেন্দ্র এলাকার বাগানের গাছ থে‌কে শুরু হ‌য়ে‌ছে আম নামা‌নো। প‌রিপক্ক আম ভোক্তা পর্যা‌য়ে পৌঁ‌ছে দি‌তে জেলা প্রশাসন ৮ ধা‌পে গাছ থেকে আম নামা‌নোর ঘোষণা দিয়েছে। প্রধম পর্যা‌য়ে গোপাল ভোগ, রাণী পছন্দ খিরসাপাত আম নামা‌নো হবে বাগান থে‌কে। এবার আমের ভালো ফলন আশা কর‌ছে কৃ‌ষি বিভাগ। ব‌্যবসায়ীরা বল‌ছেন ১১ শ থে‌কে ১২শ কো‌টি টাকার আমের কারবার হ‌বে।

আরো পড়ুন: দেশেই বিশ্বের সবচেয়ে দামি ‘রেড ম্যাংগো’ আমের চাষ

অন্তত ১শ ২০ থে‌কে ১২৫ দিন দীর্ঘ প‌রিচর্যার পর কাঙ্ক্ষিত স্বপ্নে ফল এখন নামা‌তে ব‌্যস্ত বাগান মা‌লিকরা। বাঁশ কা‌টির মাথায় লাগা‌নো জা‌লি দি‌য়ে গাছের ডাল ঝুলে থাকা থোকা থে‌কে য‌ত্নের সা‌থে নামা‌নো হ‌চ্ছে আম।

ভোক্তা পর্যা‌য়ে পৌঁছে দি‌তে ৮ ধা‌পে আম নামানোর ঘোষণা দেয় নওগাঁ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মে) প্রথম পর্যা‌য়ে গু‌টি এরপর গোপালভোগ, রাণীপছন্দ আম নামা‌নো শুরু হয়।

এবার ব‌রেন্দ্র এলাকায় প্রাক‌ৃতিক বালাই কম তাই আমের ফল‌নের সা‌থে ভাল দাম পাওয়ার আশা বাগান মা‌লিকদের ।

গত বা‌রে প্রায় ১ হাজার কো‌টি টাকার আমের কারবা‌র হ‌লেও এবার তা ছা‌ড়ি‌য়ে যা‌বে ব‌লে আশা প্রকাশ করেন সাপাহার আম আড়ত স‌মি‌তির ভারপ্রাপ্ত সভাপ‌তি মো. জয়নাল আবেদিন।

ত‌বে অসৎভা‌বে যেন আম আগাম বাজার জাত কর‌তে না পা‌রে সেদি‌কে জোর তদার‌কির আশ্বাস দিয়েছেন কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ প‌রিচালক মো. সামসুল ওয়াদুদ।

আরো পড়ুন: লোকসানের শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে