aminul-islam-mamun-1

                                                        …………………………আমিনুল ইসলাম মামুন

 

কথা

কথায় বলে কথা দিয়ে জয় করা যায় মন
কথার ফলেই নানান সময় সৃষ্টিও হয় রণ।
অনেক লোকই কথা দিয়ে কথার মালা গাঁথে
যে পারে না সে-ই বলে কী হয়েছে তাতে?
কেউবা বলে কম কথাতে মেধার খরচ কম
বেশি কথার লোকগুলো সব শান্তি সুখের জম।
মানুষ তবু বলছে কথা গাঁথছে কথার মালা
প্রয়োজনে কি দিতে পারে মুখের মাঝে তালা?

পরিবর্তন

পুতুল খেলা আজকে তেমন
কোথাও দেখি হয় না এমন
পিচ্চিরা তো মাতলো এখন
কম্পিউটার গেমে
আজব আজব কা- দেখি
সত্যি কিছু, অনেক মেকি
ইউ. এফ. ও. বিশ্ব মাঝে
হঠাৎ আসে নেমে।

মহাশূন্যে ভ্রমণ করে
এলে মানুষ তারই পরে
জানায় তারা সব মানুষে
নতুন নতুন তথ্য
গবেষণার কক্ষ মাঝে
বিজ্ঞানীরা ব্যস্ত কাজে
নব নব অবিষ্কারের
নেশায় তারা মত্ত।

রাতের পরে দিনের পরে
আসছে নতুন সবার ঘরে
এভাবেই তো বিশ্বটা আজ
হচ্ছে পরিবর্তন
এই পৃথিবী ক্রমাগত
আবর্তনের কর্মে রত
জীবন থেকে আমরা করি
পুরানটাকে কর্তন।

জ্যোৎস্না  মাখা রাত

ঘড়ির কাঁটা টিক্টিক্
চলছে থেমে থেমে
সূর্য ওঠে সূর্য ডোবে
রাত যে আসে নেমে।

রাতের বেলায় আকাশটাতে
জমলো তারার হাট
জোনাক পোকা ভরলো আলোয়
সবুজ ফসল মাঠ।

চাঁদের আলোয় মন উতলা
যায় না রাখা তারে
জ্যোৎস্না মাখা অমন রাতে
কে বল তা পারে?

অমন সোনার রাতটি কেটে
আসলো আবার ভোর
ঘড়ির কাঁটা টিক্টিক্
খুললো সবাই দোর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে