জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার পর এবার করোনার নতুন ধরণ ওমিক্রন আতঙ্কে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। ওমিক্রন আতঙ্কে আবারও মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার নতুন এই ধরণকে নিয়ন্ত্রণে আনতে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধির গুরুত্ব জানাতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি)স্বেচ্ছাসেবী দের আয়োজনে “আপনার মাক্স কোথায়’ শীর্ষক এক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা শাখার ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর আয়োজনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে মাস্ক বিতরণ এবং সচেতনতনামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।

সেচ্ছাসেবী সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি মো. রঞ্জু বাবু বলেন, এই ক্যাম্পেইন এর উদ্দেশ্য ওমিক্রনের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা। সেই লক্ষ্যে আমরা সবাইকে মাস্ক পড়ার সহ স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বুঝাতে মাঠে নেমেছি। জনসাধারণ আমাদের উদ্যোগে কিছুটা হলেও সচেতন হচ্ছেন।

উল্লেখ্য, সারা দেশের ৬৪টি জেলায় জাগো ফাউন্ডেশন, দারাজ অনলাইন শপিং, বেক্সিমকো ফার্মা এবং কনফিডেন্স গ্রুপ এর সহযোগিতায় “আপনার মাস্ক কোথায়”নামক ক্যাম্পেইনটি ৪দিন ব্যাপী চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে