মারুফ সরকার, ঢাকা: আগামীকাল ২৬ সেপ্টেম্বর, ২০২১ রবিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মিথ্যা মানব পাচারের মামলায় হয়রানির শিকারের প্রতিবাদে এবং মানব পাচার আইন সংশোধনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বায়রার সাধারন সদস্যদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করবেন মানব পাচার আইনের ভুক্তভোগী মেসার্স গোলাম রাব্বী ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী হাজী মোঃ আকতার হোসেন। এছাড়াও আরো উপস্থিত থাকবেন কোম্পানীর ল উপদেষ্টা, মানবাধিকার উপদেষ্টা এবং মানব পাচার আইনের ভুক্তভোগী অনন্য রিক্রুটিং এজেন্সির মালিকগণ এবং যারা সফলভাবে মেসার্স গোলাম রাব্বী ইন্টারন্যাশনাল এর মাধ্যমে মরিশাসে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের ফিরে আবারও ব্যবসা করছে সেই সমস্ত প্রবাসীর কিছু সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে