ballobibah

বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী): সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী ইউএনও মোহাম্মদ সাইফুল হাসানের হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে। ওই স্কুল ছাত্রী মিনারা খাতুন (১২) উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা লিটন সরকারের মেয়ে ও বিশ্বাসবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়। সোমবার রাতে একই গ্রামের রফিক প্রামানিকের ছেলে আশরাফুল ইসলামের সাথে মিনারার বিয়ের আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠায় তারা গোপনে বাড়ী থেকে পালিয়ে পাশের চাচার বাড়িতে আশ্রয় নেয়। পরে গোপনে তাদের বিয়ের আয়োজন করা হয়। খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রহিমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে এ বিয়ে বন্ধ করেন। এসময়  ১৮ বছর পূর্ণ না হওয়া পযর্ন্ত তাদের বিয়ে হবে না এ মর্মে পরিবারের পক্ষে মেয়ে দাদী মুচলেকা দেন। বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের চাচা শামীম সরকারকে আর্থিক জরিমানা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে