jorimana

বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরে রেজিষ্ট্রেশনবিহীন মালিকানাধীন বেলকুচি সেন্ট্রাল হাসপাতাল ও বিসমিল্লাহ আধুনিক হাসাপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেছেন। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বেলকুচি সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে ১৯৮২ সনের বেসসরকারী হাসপাতাল ও ল্যাবরেটরী নিবন্ধন অধ্যাদেশ আইনের ৬,৭,ও ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়ম ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফ্রি আদায় করে সেবার নামে সাধারণ রোগিদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক আব্দুর রহমানকে ১০হাজার টাকা জরিমানা করেন। এসময় উভয় হাসপাতাল কর্তপক্ষকে সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফরিদা প্যাথলজিতে আর্থিক জরিমানা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে