Diploma_Nurese

বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)-নিজস্ব প্রতিবেদন:  ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।  দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কমর্সূচি চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। পাশাপাশি এ দাবি আদায় না হলে আমরণ অনশন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। ১০ ডিসেম্বর জারি করা সভার কার্যবিবরণীতে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে বেকার নার্সরা হতাশ ও ক্ষুব্ধ। কারণ এর আগে বর্তমান সরকার দুই ধাপে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রায় সাড়ে ছয় হাজার নার্স নিয়োগ দেয়।

তারা বলেন, যদি পরীক্ষা পদ্ধতি চালু হয়, তাহলে নিয়োগে বাণিজ্য কেউ ঠেকাতে পারবে না। চাকরিপ্রত্যাশী হাজার হাজার নার্সের অনেকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুখ হোসাইন প্রমুখ উক্ত সম্মেলনে বক্তব্য দেন।

Diploma sarthopor

ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।  দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কমর্সূচি চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। পাশাপাশি এ দাবি আদায় না হলে আমরণ অনশন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। ১০ ডিসেম্বর জারি করা সভার কার্যবিবরণীতে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উপেক্ষা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে বেকার নার্সরা হতাশ ও ক্ষুব্ধ। কারণ এর আগে বর্তমান সরকার দুই ধাপে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রায় সাড়ে ছয় হাজার নার্স নিয়োগ দেয়।

তারা বলেন, যদি পরীক্ষা পদ্ধতি চালু হয়, তাহলে নিয়োগে বাণিজ্য কেউ ঠেকাতে পারবে না। চাকরিপ্রত্যাশী হাজার হাজার নার্সের অনেকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুখ হোসাইন প্রমুখ উক্ত সম্মেলনে বক্তব্য দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে