Untitled-1

বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):   নীলফামারীতে বাল্যবিয়ে বন্ধে এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ জানুয়ারি) সদর উপজেলার সংগলশী আলিম মাদ্রাসা মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে  উক্ত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

 

বেসরকারি সংস্থা ল্যাম্ব ও প্ল্যান বাংলাদেশ যৌথ ভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় এলাকার অভিভাবক,শিক্ষক,নিকাহ রেজিষ্টাড, মসজিদের ঈমাম ও শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধীক ব্যাক্তি  উপস্থিত ছিলেন। কর্মশালায় বাল্য বিয়ের কুফল সর্ম্পকে তুলে ধরে এটিকে প্রতিহত করার আহবান জানানো হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবিব, ল্যাম্বের পক্ষে এনামুল হক, জনপ্রতিনিধিদের মধ্যে আব্দুল মান্নান শাহ মান্নু, আব্দুল মজিদ, শিক্ষক আলতাফ হোসেন, অভিভাবক আবুল হোসেন শাহ প্রমুখ।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে