সাম্প্রতিক সংবাদ

নীলফামারীর ডিমলায় প্রাথমিকের বই সঙ্কট : বিড়ম্বনায় শিক্ষক-শিক্ষার্থীরা

images(5)

বিডি নীয়ালা নিউজ(১৭জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে নতুন বছরে বইয়ের চরম সঙ্কট দেখা দিয়েছে বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সূত্রে জানা গেছে। সারা দেশের ন্যায় জেলার ডিমলা উপজেলায় চলতি মাসের পহেলা জানুয়ারী বই উৎসব উপলক্ষে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মাত্র ৩টি করে নতুন বই শিশু শিক্ষার্থীদের হাতে দেয়া হলেও অবশিষ্ট বই এখনো পায়নি প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাশ শুরু হলেও বই সঙ্কটের কারণে চরম বিড়ম্বনায় পড়েছে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী। নতুন বইয়ের জন্য শিক্ষকরা প্রতিদিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ধর্না দিলেও পাচ্ছেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের জন্য ৩য় শ্রেণীর ১২হাজার ২শ, ৪র্থ শ্রেণীর ১০ হাজার ৬শ, ৫ম শ্রেণীর ৯ হাজার ৩শ শিক্ষার্থীকে ৩টি করে নতুন বই হাতে তুলে দেয়যা হয়েছে ।

 

তবে অবশিষ্ট ৩টি বই এখনও পাওয়া যায়নি। প্রতিটি বিদ্যালয়ের চাহিদা মেতাবেক বাংলা, ইংরেজি ও গনিত বই বিতরণ করা হয়। কিন্তু সমাজ, বিজ্ঞান ও ধর্ম বিষয়ক কোন বই এখনও পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে । এ কারনে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকগণও চরম বিড়ম্বনায় পড়েছে। এ ব্যাপারে ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবশিষ্ট ৩টি বই এখনো পৌঁছেনি। কবে আসবে সেটি এখনও জানা যায়নি। তবে শিঘ্রই আসবে বলেও তিনি জানিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বনিক বলেন,প্রতিটি উপজেলায় সকল বিষয়ে বই পৌঁছে যাওয়ার কথা। কিন্তু কেন ডিমলায় বই পৌঁছেনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, তবে বইগুলো রাস্তায় থাকতে পারে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com