সাম্প্রতিক সংবাদ

তারানা হালিমের পিও হলেন সিপি গ্যাং সদস্য আসিফ

Tarana halim
বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ শহীদ কন্যা সাংবাদিক সুপ্রীতি ধরকে বহুল বিতর্কিত ভার্চুয়াল সংগঠন সিপিগ্যাং সদস্য আসিফ খান অভির অশালীন গালিগালাজে প্রতিবাদের ঝড় উঠলে প্রধানমন্ত্রীর নির্দেশে সিপিগ্যাং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সেই অভি এখন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পার্সোনাল অফিসার (পিও) হিসেবে নিযুক্ত হয়েছেন! তারানা হালিমের চলমান সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হওয়ারও সুযোগ পেয়েছেন তিনি।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভি দুই মাস আগে তারানা হালিমের পার্সোনাল অফিসার হিসেবে যোগ দিলেও বিষয়টি এতদিন কেউ জানতেন না। তবে সিঙ্গাপুর সফরের ছবি প্রকাশ হলে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের ঝড় ওঠে। ছবিতে বাম থেকে তৃতীয় জন সিপি গ্যাং সদস্য আসিফ খান অভি।   জানা গেছে, তারানা হালিম টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যোগদান করার পর তাঁর পিও-এর দায়িত্বে ছিলেন মো. সোহেল রানা। গত নভেম্বরে সোহেলর চাকরি হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)। এরপর বিতর্কিত আসিফ খান অভিকে তারানা হালিম নিজের পার্সোনাল অফিসার হিসেবে নিয়োগ দেন। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা প্রিয়.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  তারানা হালিমের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে আসিফ খান অভি গেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, সরকারিভাবে টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী এবং এপিএস জয়দেব নন্দী এই দু সদস্য সিঙ্গাপুর যাওয়ার নির্দেশনা তাদের হাতে রয়েছে। সেখানে অভির নাম নেই বলেও তিনি জানান। তবে এরপরেও সিঙ্গাপুর গিয়ে থাকলে প্রতিমন্ত্রীর ইচ্ছায় যেতে পারেন বলে জানান তিনি। এদিকে আসিফ খান অভির অফিশিয়াল টেলিটক নাম্বারে ফোন করে নাম্বার বন্ধ পাওয়া গেছে।  প্রসঙ্গত, এরআগে গত বছর জুলাই মাসে আইসিটি বিভাগের উদ্ভাবন তহবিলের অনুদান পায় সিপি গ্যাং। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হলে রাতারাতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় হ্যাপিওয়ার্কস। আইসিটি মন্ত্রণালয় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পরবর্তী তালিকায় নতুন নাম যুক্ত করলেও শেষ পর্যন্ত মূল ধারার সংবাদ মাধ্যমে আলোচনা হলে অনুদান বাতিল হয়ে যায়।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com