lenovo-c540-all-in-one-desktop-pc-100021362-large

বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ প্রতিনিয়তই কমে যাচ্ছে পিসি বাজারে আসার হার। ২০১৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের তুলনায় ২০১৫ সালের শেষ দিকে বাজারে পিসি বাজারে আসার হার ১০. ৬ শতাংশ কমেছে।

গত মঙ্গলবার বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন এ বাজার গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, তারা যখন থেকে পিসি বাজারে ছাড়ার হিসাব রাখতে শুরু করেছে তার মধ্যে গত প্রান্তিকে ওই হার সবচেয়ে বেশি কমেছে।
দীর্ঘদিন ধরে পিসির ব্যবহার, মোবাইল ফোন ও ট্যাবের সঙ্গে পিসির প্রতিযোগিতার কারণেই পিসির চাহিদা কমেছে।
অপর বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে বাজারে পিসি আসার হার কমেছে ৮. ৩ শতাংশ।
আইডিসির হিসেবে, গত বছরের শেষ প্রান্তিকে সর্বমোট ৭ কোটি ১৯ লাখ ইউনিট পিসি বাজারে ছাড়া হয়েছে যা একই বছরের আগের প্রান্তিকের চেয়ে কিছুটা বেশি। ২০১৩ সালে পিসি বাজারের হার কমেছিল ৯ দশমিক ৮ শতাংশ। ২০১৫ সালের শেষ প্রান্তিকে সে রেকর্ডও ভেঙে গেছে।
আইডিসির হিসেবে বিশ্বের প্রায় সব জায়গায় পিসি বাজারে আসার হার কমেছে। যুক্তরাষ্ট্রের ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় গত প্রান্তিকে ৪ দশমিক ৩ শতাংশ হার কমেছে। তবে এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ এর সুবাদে পিসির বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন আইডিসির বিশ্লেষকেরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে